English

27.2 C
Dhaka
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
- Advertisement -

সেঞ্চুরিতে কোহলিকে ছুঁয়ে একাধিক রেকর্ড গড়লেন গিল

- Advertisements -

নাসিম রুমি: ভারতের অধিনায়ক হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমান গিল। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত ২ হাজার রান করেছেন, এমন ভারতীয় ক্রিকেটারের সংখ্যা মাত্র সাতজন। তাদের মধ্যে শীর্ষে উঠে এলেন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার েখন গিল। যেখানে তার মোট রান হল ২৭৫০। তিনি টপকে গেছেন ঋষভ পান্তকে।

এই ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে ১ হাজার রান পূর্ণ করেছেন গিল। টেস্ট অধিনায়ক হিসাবে তার সংগ্রহ ৯৩৩। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে করেছেন ১৭০ রান। ফলে অধিনায়ক হিসাবে তার মোট সংগ্রহ এখনও পর্যন্ত ১১০৩ রান। দেশের তৃতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ১৫টি ইনিংসে ১ হাজার রান পূর্ণ করার রেকর্ড রয়েছে কোহলি এবং সুনীল গাভাস্কারের।

আরও একটি ক্ষেত্রে রোহিতকে টপকে গেছেন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরিতে এত দিন যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন গিল এবং রোহিত। দু’জনেরই এত দিন সেঞ্চুরির সংখ্যা ছিল ৯টি। এবারের সেঞ্চুরিসহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গিলের সেঞ্চুরি সংখ্যা ১০টি।

কোহলির একটি নজিরও স্পর্শ করেছেন গিল। এক বর্ষ পঞ্জিতে অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড একক ভাবে ছিল কোহলির দখলে। ২০১৭ এবং ২০১৮ সালে তিনি পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন। ২০২৫ সালে গিলেরও পাঁচটি সেঞ্চুরি হয়ে গেল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/njz1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন