নাসিম রুমি: সাবেক তারকাদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসর মাঠে গড়িয়েছে শুক্রবার (১৮ জুলাই)। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় দল ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। মাঠে নামার আগেই চমক দেখিয়েছে দলটি—দর্শনীয় সোনা খচিত জার্সি পরে নামছে ক্যারিবীয় তারকারা।
ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডদের দেখা গেছে ঐতিহ্যবাহী মেরুন রঙের ১৮ ক্যারেট সোনায় সুসজ্জিত জার্সি গায়ে। তিনটি সংস্করণে তৈরি এই বিশেষ জার্সিতে ব্যবহৃত হয়েছে যথাক্রমে ৩০, ২০ ও ১০ গ্রাম সোনা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গৌরবময় ইতিহাসকে সম্মান জানাতেই এমন ব্যতিক্রম উদ্যোগ বলে জানিয়েছে দলটির মালিক ‘চ্যানেল ২’ ও দুবাইভিত্তিক বিলাসবহুল ব্র্যান্ড ‘লরেঞ্জে’।
শুক্রবার বার্মিংহামে এই জার্সির আনুষ্ঠানিক উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেইল, ব্রাভো ও পোলার্ড।
শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো এই জার্সি পরে মাঠে নামে ক্যারিবীয়রা। ১১ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের। টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৭৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নির্ধারিত ওভারে ৮০ রান তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
দলটির মালিক অজয় শেঠি বলেন, “এই ঐতিহাসিক জার্সি শুধু স্পোর্টসওয়্যার নয়, এটি কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা ও একটি কালজয়ী নিদর্শন। এটি রাজকীয় কারুকাজ, সাংস্কৃতিক গর্ব এবং ক্রীড়াগত উৎকর্ষের নিখুঁত সংমিশ্রণ।”
তিনি আরও জানান, স্যার ক্লাইভ লয়েড থেকে শুরু করে গেইলদের মতো নায়কদের সম্মান জানাতেই এই উদ্যোগ। ২০২৪ আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি এবার শিরোপা জয়ের লক্ষ্যে এগোচ্ছে বলে জানান শেঠি।
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস স্কোয়াড:
ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, শেলডন কটরেল, শিবনারায়ণ চন্দরপল, চ্যাডউইক ওয়ালটন, শ্যানন গ্যাব্রিয়েল, অ্যাশলে নার্স, ফিডেল অ্যাডওয়ার্ডস, উইলিয়াম পারকিন্স, সুলেমান বেন, ডেভ মোহাম্মদ ও নিকিতা মিলার।