English

32.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

স্ত্রীকে ছাড়াই গেলেন সৌরভ, পরে প্রধানমন্ত্রী ডেকে নেন ডোনাকে

- Advertisements -

নাসিম রুমি: আনন্দের আতিশয্যে আগের দিন বলেছিলেন, ‘এদেশে এত ভালোবাসা পেয়েছি যে, মনেই হয় না ভারত না বাংলাদেশে আছি।’

গতকাল শুক্রবার দেশে ফেরার আগে তার আরেকপ্রস্থ বিস্মিত হওয়ার পালা। এবার প্রিন্স অব কলকাতা মুগ্ধ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায়। বঙ্গবন্ধু কন্যার একান্ত ইচ্ছায় সৌরভ গাঙ্গুলির সহধর্মীনি ডোনা গাঙ্গুলিও গেলেন প্রধানমন্ত্রীর বাস ভবনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের আগে তার স্ত্রী ডোনা গাঙ্গুলির কোভিড টেস্ট করানো ছিল না। তাই প্রটোকলের কারণ স্ত্রীকে ছাড়া একাই প্রধানমন্ত্রীর বাস ভবনে যান মহারাজ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলিকেও সেই সাক্ষাতে যুক্ত করে নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ডোনা গাঙ্গুলিকে অল্প সময়ের নোটিশে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিলেন, বন্ধু ইফতেখার মিঠুর বাসায় সাংবাদিকদের সাথে অল্প কিছু সময়ের আলাপনে শুরুতে সে গল্পই শোনালেন সৌরভ।

‘ডোনা শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যায়নি। কারণ ওর কোভিড টেস্ট করানো ছিল না। আমার ওখানে যাওয়ার জন্য কালকে কোভিড টেস্ট করেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী বললেন, র‍্যাপিড টেস্ট করে এখনই নিয়ে আসতে।’

প্রধানমন্ত্রীর এমন ইতিবাচক মানসিকতা ও আন্তরিকতায় উদ্বেলিত সৌরভ। বলে ফেলেন, ‘এইগুলোই মানুষের মনে থাকে। এতো বড় মানুষ, ব্যস্ত মানুষ, এতো হাই প্রেসার লাইফে সেখানে থেকেও এতো ছোট্টছোট্ট জিনিস যে আনন্দ দেয়, এতো ছোট্টছোট্ট জিনিস যে তিনি মনে রাখেন সেই জন্য তো মানুষ এতো বড় জায়গায় পৌঁছায়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jdmv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন