English

29 C
Dhaka
মঙ্গলবার, মে ৭, ২০২৪
- Advertisement -

অবশেষে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া

- Advertisements -

নাসিম রুমি: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপে শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম দুই ম্যাচ ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হারে প্যাট কামিন্সের দল।

সোমবার (১৬ অক্টোবর) তৃতীয় ম্যাচে অজিরা শ্রীলঙ্কাকে হারায় ৫ উইকেট। লঙ্কানদের এটি তৃতীয় হার।

Advertisements

শ্রীলঙ্কার দেওয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ রানে ফেরেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। একই ওভারে দিলশান মাধুশঙ্কার বলে শূন্য রানে আউট হন স্টিভ স্মিথ।

এরপর তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন মিশেল মার্শ ও মার্নাস লাবুশেন। ৫১ বলে ৫২ করে আউট হন মার্শ।

Advertisements

চতুর্থ উইকেটে লাবুশেন ও জস ইংলিশের ৭৭ রানের জুটিতে জয়ের কাজ সহজ হয়ে যায় অজিদের। লাবুশেন ৪০ রান করে বিদায় নিলেও ইংলিশ অর্ধশতক করে ৫৮ রানে আউট হন। শেষদিকে ২১ বলে ৩১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল।

এর আগে হতাশার শুরুর পর শ্রীলঙ্কাকে ২০৯ রানে থামায় অস্ট্রেলিয়া। দারুণ উদ্বোধনী জুটিতে ৩০০ ছাড়ানো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু সেই জুটি ভাঙতেই ধস নেমে গেল ব্যাটিং লাইনআপে। তিনশো তো দূরের কথা দুইশো পেরোতেও হিমশিম খেতে হয় লঙ্কানদের। শেষ পর্যন্ত ২০৯ রানে অলআউট হয় তারা।

প্রথম জয়ের খোঁজে আজ লখনৌর একানা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে গতকালই আসর থেকে ছিটকে যান লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন