নাসিম রুমি: আইপিএলে আবার রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনল তারা। আইপিএলের নিলামে বরাবর দামি ক্রিকেটার কেনার অভ্যাস রয়েছে কলকাতার। সেই অভ্যাস থেকে সরল না তারা।
গ্রিনকে নিতে যে লড়াই হবে সেই ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল। কারণ, ছোট নিলামে যে অলরাউন্ডারেরা রয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তিনিই। গ্রিনকে নিতে যে কেকেআর ও চেন্নাই সুপার কিংস ঝাঁপাবে সেটাও বোঝা গিয়েছিল। কারণ, আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর। চেন্নাই ছেড়েছে স্যাম কারেনকে। তাই দুই দলেরই পেসার-অলরাউন্ডার প্রয়োজন ছিল।
নিলামে দেখা গেল, গ্রিনের নাম বলার পর সবচেয়ে আগে হাত তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও ২ কোটি ৬০ লক্ষ টাকার পর মুম্বই সরে যায়। তার পর আসরে নামে কেকেআর। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের লড়াই চলছিল। চড়চড় করে দাম বাড়ছিল গ্রিনের। কেউ কাউকে ছাড়ছিল না। কিন্তু ১৩ কোটি ২০ লক্ষ টাকা দাম ওঠার পর রাজস্থানও সরে যায়। তখন আসরে নামে চেন্নাই।
বাকি লড়াই কলকাতা ও চেন্নাইয়ের। ২০২৩ সালের নিলামে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় গ্রিনকে কিনেছিল মুম্বই। সেই টাকাতেই ২০২৪ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেই টাকাও এ বার ছাপিয়ে যায়। ২০ কোটি পেরিয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল, বড় অঙ্ক পেতে চলেছেন গ্রিন। অবশেষে কেকেআর ২৫ কোটি ২০ লক্ষ টাকা বিড করার পর চেন্নাই থেমে যায়। গ্রিনকে কেনে কেকেআর।
আইপিএলের নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দাম পেলেন গ্রিন। এর আগে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। সেটাই ছিল এত দিন নিলামে কোনও বিদেশির পাওয়া সর্বোচ্চ দাম। স্টার্ককে ছাপিয়ে গেলেন গ্রিন। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল কেকেআর।
