English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ৩ বাংলাদেশি

- Advertisements -

নাসিম রুমি:  আইপিএল নিলাম মানেই উত্তেজনা, দরকষাকষি আর পারিশ্রমিকের আলোচনায় ভরপুর এক আয়োজন। প্রতি মৌসুমেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকে—কোন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেন, আর কত দামে পেলেন। ২০২৬ আইপিএল মিনি নিলামে সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

মুস্তাফিজুর রহমান

২০২৬ আইপিএল মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে উঠেছিলেন মুস্তাফিজুর রহমান। দর বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

এর আগে আইপিএলে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন মুস্তাফিজ। ২০১৮ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ওই দামে দলে নেয়। এরপর একাধিক মৌসুমে অংশ নিলেও তিনি আর এমন বড় অঙ্কের পারিশ্রমিক পাননি।

মাশরাফি বিন মুর্তজা

এর আগে বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

২০০৯ আইপিএলে তাকে ৬ লাখ ডলারে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান বিনিময় মূল্যে সেটি প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩৩ লাখ।

সাকিব আল হাসান

বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান ২০১৫ আইপিএলে ২ কোটি ৮০ লাখ রুপিতে কলকাতার হয়ে খেলেছিলেন। নয়টি আইপিএল আসরে অংশ নেওয়া এই অলরাউন্ডার অবশ্য এবারের নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2duy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন