English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
- Advertisement -

আইপিএলের সর্বকালের সেরা একাদশে নেই রোহিত

- Advertisements -

নাসিম রুমি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফল অধিনায়ক রোহিত শর্মা।তার অধিনায়কত্বে ৫ বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, তিনি আইপিএলের ৬টি শিরোপা জয়ের অন্যতম নায়ক।

অধিনায়ক হিসেবে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল রোহিত। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক তিনি। অথচ আইপিএলের সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি তার।

আইপিএলের দীর্ঘ ১৮ মৌসুমে ব্যক্তিগত পারফর্ম্যান্সের দিক থেকে সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা শন পোলক ও অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় সাবেক দুই তারকা নিজেদের দেখা আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নেন। তাদের সেই একাদশে জায়গা হয়নি রোহিত শর্মার।

ব্যাটিং অর্ডার অনুযায়ী শন পোলক ও গিলক্রিস্ট যে সেরা একাদশ বেছে নিয়েছেন। তাতে ওপেনার হিসেবে নাম রয়েছে ক্রিস গেইল ও বিরাট কোহলির।

গেইল ছাড়া সেরা একাদশে চার বিদেশির কোটায় গিলক্রিস্টরা রেখেছেন এবি ডি’ভিলিয়র্স, স্পিনার অল-রাউন্ডার সুনীল নারিন ও পেসার লসিথ মালিঙ্গাকে। আইপিএল সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।

পোলক-গিল ক্রিস্টের আইপিএলের সর্বকালের সেরা একাদশে যারা আছেন-

১. ক্রিস গেইল- ১৪২ ম্যাচে ৪৯৬৫ রান। ৬টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৪৮.৯৬।

২. বিরাট কোহলি- ২৬৩ ম্যাচে ৮৫০৯ রান। ৮টি সেঞ্চুরি ও ৬২টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩২.৬০।

৩. সুরেশ রায়না- ২০৫ ম্যাচে ৫৫২৮ রান। ১টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩৩.৭৬।

৪. এবি ডি’ভিলিয়র্স- ১৮৪ ম্যাচে ৫১৬২ রান। ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৫১.৬৮।

৫. সূর্যকুমার যাদব- ১৬১ ম্যাচে ৪০৬৯ রান। ২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৪৮.০৭।

৬. মহেন্দ্র সিং ধোনি- ২৭৫ ম্যাচে ৫৪০৬ রান। ২৪টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩৭.৮৪। ১৫৬টি ক্যাচ ও ৪৬টি স্টাম্প।

৭. রবীন্দ্র জাদেজা- ২৫১ ম্যাচে ৩২১৯ রান। ৫টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩০.৩২। বল হাতে ১৬৭টি উইকেট।

৮. সুনীল নারিন- ১৮৭ ম্যাচে ১৭২৩ রান। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৬৬.৩১। বল হাতে ১৯০টি উইকেট।

৯. জসপ্রীত বুমরাহ- ১৪০ ম্যাচে ১৭৬টি উইকেট। ইকনমি রেট- ৭.২১। ইনিংসে পাঁচ উইকেট ২ বার এবং ইনিংসে চার উইকেট ৩ বার।

১০. লাসিথ মালিঙ্গা- ১২২ ম্যাচে ১৭০টি উইকেট। ইকনমি রেট- ৭.১৪। ইনিংসে পাঁচ উইকেট ১ বার এবং ইনিংসে চার উইকেট ৬ বার।

১১. যুজবেন্দ্র চাহাল- ১৭১ ম্যাচে ২১৯টি উইকেট। ইকনমি রেট- ৭.৯৫। ইনিংসে পাঁচ উইকেট ১ বার এবং ইনিংসে চার উইকেট ৮ বার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন