নাসিম রুমি: জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন এই অলরাউন্ডার। যার কল্যাণে এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর পুরস্কারও উঠলো তার হাতে।
আইসিসি বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। মাসসেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের বেন সিয়ার্স এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে।
ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন মিরাজ। এই পুরস্কার পেয়ে বেশ খুশি মিরাজ। তিনি বলেন, ‘আইসিসি মাসেসেরার পুরস্কার জেতা এক অবিশ্বাস্য সম্মানের। আইসিসি পুরষ্কার যেকোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি এবং এটি পাওয়া আমার কাছে অনেক অর্থবহ। এই ধরণের মুহূর্তগুলো আমাকে আমার যাত্রার কথা মনে করিয়ে দেয়।’
২৭ বছর বয়সি এই টাইগার অলরাউন্ডার আরও বলেন, ‘আমি সত্যিই আনন্দিত। এই পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা জোগাবে। ক্রিকেটার হিসেবে, আমরা আমাদের ভক্তদের মনে প্রভাব ফেলতে এবং আনন্দ আনতে স্বপ্ন দেখি। আইসিসির কাছ থেকে এই ধরনের স্বীকৃতি আমাকে আরও কঠোর পরিশ্রম করে দেশের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করতে অনুপ্রাণিত করে।’
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫ উইকেট শিকার করেন মিরাজ। দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টাইগার এই অলরাউন্ডার। তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন মিরাজ। এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও মাসসেরা হয়েছিলেন।