English

29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

আজই শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল মিশন

- Advertisements -

নাসিম রুমি: শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল মিশন। বুধবার (১ মে) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শেষ করবেন কাটার মাস্টার। এখন পর্যন্ত ৮ ইনিংসে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয়স্থানে আছেন মুস্তাফিজ। এ ম্যাচে সুযোগ থাকবে পার্পেল ক্যাপ পুনরুদ্ধারের। চিপকের চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টা।

স্বপ্নের দল চেন্নাই সুপার কিংসে সুযোগ সঙ্গে ধোনির তালিমে পুরনো রুপে ফেরা। আসরের সেরাদের কাতারেও ভালোভাবে টিকে থাকা। ২০২৪’এর আইপিএল অনেক কিছুই দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। তবে, কাটার মাস্টারের স্বপ্নের মতো কাটানো সময়টা এবার শেষ হতে চলেছে।

চিদাম্বরাম স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে এবারের আইপিএলের যাত্রা শুরু করেছিলেন মুস্তাফিজ। এবার সেই মাঠেই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচ দিয়েই শেষ হবে মুস্তাফিজের এবারের আইপিএল মিশন। এরপরই যোগ দেবেন টাইগার স্কোয়াডে।

আইপিএল খেলার জন্য প্রথমে মুস্তাফিজকে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেয় বিসিবি। পরে তার মেয়াদ বাড়ানো হয় আরও এক দিন। এনওসি নিয়ে এরপর নানা সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই ৯ ম্যাচ খেলেই ফিজকে শেষ করতে হচ্ছে এবারের মিশন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dlfq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন