English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াগনার

- Advertisements -

নাসিম রুমি: নিউ জিল্যান্ডের পেসার নেইল ওয়াগনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। আজ মঙ্গলবার তিনি এই সিদ্ধান্ত জানান। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও নিউ জিল্যান্ডে কিংবা দেশের বাইরে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।

নিউ জিল্যান্ডের হয়ে ১২ বছরে তিনি ৬৪টি টেস্ট খেলেন। জিতেন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা। ৬৪ টেস্টে তিনি ২৬০ উইকেট নেন। যা দেশটির টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। তার স্ট্রাইক রেট ছিল ৫২.৭। যা কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির চেয়েও সেরা।

অবসর ঘোষণা দিয়ে ওয়াগনার লিখেন, ‘আসলে আপনি যে জিনিসটার পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন, যে জিনিসটা থেকে সবচেয়ে বেশি পেয়েছেন— সেটাকে বিদায় বলাটা সহজ নয়। সেটা থেকে সরে দাঁড়ানোটা সহজ নয়। কিন্তু আমার মনে হয়েছে দলটাকে এগিয়ে নিতে অন্যদের সামনে আসা উচিত। দায়িত্ব নেওয়া উচিত।’

‘ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলা প্রত্যেকটি টেস্ট ম্যাচের প্রতিটি মুহূর্ত আমি ভীষণ উপভোগ করেছি। এবং দলগতভাবে আমরা যা কিছু অর্জন করতে পেরেছি সেটার জন্য আমি গর্বিত। আজ আমি যেখানে সেখানে আসতে যে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সেটার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি আমার সতীর্থদের, যাদেরকে আমার পৃথিবী হিসেবে গন্য করি তাদের জন্য সর্বদা আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে দলের জন্য। আশা করছি আমি আমার উত্তরাধিকার রেখে যেতে পারছি।’

‘আমি আমার স্ত্রী লানাকে ধন্যবাদ দিতে চাই তার সব ধরনের সহযোগিতা ও সাহায্যের জন্য। যে আমাকে এমন একটি মানুষ হতে সহযোগিতা করেছি যেটি আজ আমি। পাশাপাশি আমার দুই মেয়ে অলিভিয়া ও জাহলি এবং ছোট ছেলে জশকে এই পৃথিবীতে আনতে ও বড় করতে তার যে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ সেটার জন্য বিশেষ ধন্যবাদ দিতে চাই।’

হয়তো আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন ওয়াগনার। ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের দলেও। কিন্তু ৩৭ বছর বয়সী এই পেসারকে জানিয়ে দেওয়া হয় তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষের প্রথম টেস্টের একাদশে থাকবেন না। যেটা বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হবে। এরপরই তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন। অবসর ঘোষণা করায় তাকে টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jcc6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন