English

26.6 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

আবাহনী-মোহামেডান ম্যাচের দিন মিরপুরে তামিম ইকবাল

- Advertisements -

নাসিম রুমি: হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। অবশ্য শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিম ইকবালকে।

গেল সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তামিম ইকবাল ইকবাল। এরপর সেখানে উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন তিনি। সবকিছু ঠিকঠাকই রয়েছেন বলে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তামিমের চাচা আকরাম খান।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আকরাম বলছিলেন, ‘আল্লাহর রহমতে ও (তামিম) সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’

আকরামের কথা বলার ঘন্টাখানেক পর তামিমকে দেখা গিয়েছে মিরপুরে। এরপর বিসিবি ভবনে প্রবেশ করেন তিনি। আজ মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে ডিপিএলের বড় ম্যাচ আবাহনী বনাম মোহামেডান দলের খেলা। আর নিজ দলের খেলা দেখতেই তামিমের মাঠে আসা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8eoa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন