আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের অন্যতম তারকা পেসার শাপুর জাদরান বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছে জাদরানের পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
গত কয়েক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন সাবেক এই গতিতারকা। গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তার অসুস্থতার খবর প্রকাশ করেন জাদরানের ভাই ঘামাই জাদরান। সেখানে তিনি জানান, শাপুরের অবস্থা অত্যন্ত গুরুতর এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আফগানিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাদরানের শরীরে শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে। এর ফলে তার স্বাস্থ্যের জটিলতা আরও বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শাপুর জাদরান আফগানিস্তান ক্রিকেটের উত্থানপর্বের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে খেলেছেন মোট ৮০টি ম্যাচ, এর মধ্যে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে তার শিকার ৪৩টি উইকেট এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৭টি উইকেট।
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আফগানিস্তানের প্রথম ওয়ানডে বিশ্বকাপেও অংশ নেন জাদরান। সেই আসরে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে জয়সূচক রান করেছিলেন তিনি।
