English

31.5 C
Dhaka
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
- Advertisement -

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা

- Advertisements -

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা ভারতের স্মৃতি মান্ধানা এবার গড়েছেন অনন্য এক কীর্তি। নারীদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করা প্রথম ব্যাটার তিনি। রবিবার নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচে ৬৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮০ রান করেন ভারতের বাঁহাতি ওপেনার।

মেয়েদের ওয়ানডেতে এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি আগের ম্যাচেই নিজের করে নেন মান্ধানা। সেটিকে এবার আরও সমৃদ্ধ করলেন তিনি। চলতি বছর ১৮ ওয়ানডে খেলে তার রান হলো ১ হাজার ৬২। ২০২৫ সালে ওয়ানডেতে চারটি করে সেঞ্চুরি ও ফিফটিতে এই রান করেছেন তিনি। এই বছর সংস্করণটিতে তার ব্যাটিং গড় ৫৯, স্ট্রাইক রেট ১১২.৮৫।

মেয়েদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানে মান্ধানার পরেই আছেন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক। ১৯৯৭ সালে ১৬ ওয়ানডে খেলে ৯৭০ রান করেছিলেন মেয়েদের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ও অধিনায়কদের একজন ক্লার্ক। এক বছরে ৯০০ রানও করতে পারেননি আর কেউ। ২০২২ সালে ৮৮২ রান করে তালিকায় এখন তিনে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

ভিসাখাপাত্নামে এই ইনিংসে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করলেন মান্ধানা। ১১২ ইনিংসে এই সংস্করণে তার রান এখন পাঁচ হাজার ২২। মেয়েদের ওয়ানডেতে যা দ্রুততম। ১২৯ ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর।

পুরুষ ও নারী ওয়ানডে মিলিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম পাঁচ হাজার রান করার রেকর্ড গড়লেন মান্ধানা। এতদিন রেকর্ডটি ছিল কোহলির, ১১৪ ওয়ানডে ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

আর সব দেশ মিলিয়ে মান্ধানা এই তালিকায় তৃতীয়। ৯৭ ইনিংসে পাঁচ হাজার রান করে রেকর্ডটি পাকিস্তানের বাবর আজমের। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ১০১ ইনিংসে পা রেখেছিলেন এই ক্লাবে। বছরে এক হাজার রানের মাইলফলক থেকে ১৮ রান কম নিয়ে ম্যাচটি খেলতে নামেন মান্ধানা। ম্যাচের অষ্টম ওভারে সোফি মলিনিউকে চারের পর ছক্কায় উড়িয়ে মাইলফলকটি স্পর্শ করেন তিনি।

চমৎকার ব্যাটিংয়ে ৪৬ বলে ফিফটিতে পা রাখেন মান্ধানা। এই সময়ে ৭টি চারের সঙ্গে মারেন একটি ছক্কা। দুই ওভার পর কিম গার্থকে ছক্কা মেরে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেন তিনি। নামের পাশে চার হাজার ৪২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন এই ক্রিকেটার।

ইনিংসের ২৫তম ওভারে থামে মান্ধানার পথচলা। মলিনিউকে স্লগ সুইপে ছক্কার চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি। আরেক ওপেনার প্রাতিকা রাওয়াল ১ ছক্কা ও ১০ চারে করেন ৯৬ বলে ৭৫ রান। সঙ্গে বাকিদের অবদানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩০ রানের বড় পুঁজি গড়ে ভারত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9wmq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন