English

27.6 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
- Advertisement -

একনজরে এশিয়া কাপের ৮ দল

- Advertisements -
এশিয়া কাপ শুরু হতে আর ৪ দিন বাকি। এর পরেই দামামা বাজবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের। তার আগে টুর্নামেন্টে সুযোগ পাওয়া ৮ দল নিজেদের ‘সৈন্যবাহিনী’ ঘোষণা করেছে। সর্বশেষ দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। চলুন, দেখে নিই ৮ দলের স্কোয়াড—

গ্রুপ-এ

ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম ডুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাশপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা, রিংকু সিং।

পাকিস্তান : সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

সংযুক্ত আরব আমিরাত : মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হরশিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মতিউল্লা খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহায়েব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরনজীত সিং, সগির খান।

ওমান:  যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওডেদেরা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশ্ত, করণ সোনাভালে, জাকারিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমদ, সামায় শ্রীবাস্তব।

গ্রুপ-বি

বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান, পারভেজ হোসাইন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসাইন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসাইন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নোয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডুনিথ ভেলালাগে, চামিকা করুণারত্ন, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নূয়ান তুশারা, মাতিশা পাথিরানা।

আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবদিন নায়িব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, গাজানফার, নূর আহমদ, ফারিদ আহমদ, নবীন-উল-হক, ফজলহক ফারুকি।

হংকং : ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), বাবর হায়াত, জীসান আলি (উইকেটকিপার), শহিদ ওয়াসিফ (উইকেটকিপার), নিয়াজাকাত খান মোহাম্মদ, নসরুল্লা রানা, মার্টিন কোটজি, অংশুমান রাথ, এহসান খান, কালহান মার্ক চাল্লু, আয়ুষ আশিস শুক্লা, মোহাম্মদ এযাজ খান, আতিক উল রহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হরুন মোহাম্মদ আর্শাদ, আলি-হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7lzj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন