English

27.4 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

একনজরে দেখে নিন বিশ্বকাপের সব দলের স্কোয়াড

- Advertisements -

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮দিন বাকি। বিশ্বকাপ খেলতে ভারতে ক্রিকেট দল যাবে আজ (বুধবার), প্রস্তুতি ম্যাচ শুরু হবে শুক্রবার থেকে। অথচ, বাংলাদেশের দল ঘোষণা নিয়ে কত নাটকীয়তা হলো! তবুও একটা দল বিসিবি ঘোষণা করতে পেরেছে। মঙ্গলবার সন্ধ্যার পর সর্বশেষ দেশ হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। একই মাঠে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম থেকে।

পাঠকদের জন্য তুলে ধরা হলো অংশগ্রহণকারী ১০টি দেশে বিশ্বকাপ স্কোয়াড…

বাংলাদেশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

ইংল্যান্ড

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারেস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিজ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।

পাকিস্তান

বাবর আজম (অধিনায়ক), ফাখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, উসামা মির, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি।

রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, জামান খান।

নিউজিল্যান্ড

কেনে উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবিন্দ্র, মিচেল সান্তনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

দক্ষিণ আফ্রিকা

টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, আন্দিল ফেহলুকাইওয়ো, কেশভ মাহারাজ, এইডেন মারক্রাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

শ্রীলঙ্কা

দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুসল পেরেরা, পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।

রিজার্ভ খেলোয়াড়: চামিকা করুনারত্নে।

আফগানিস্তান

হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান ও নাভিন উল হক।

নেদারল্যান্ডস

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বিক্রমজিত সিং, কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট, রায়ান ক্লেইন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ ও সাকিব জুলফিকার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2nfd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন