English

26 C
Dhaka
সোমবার, মে ৫, ২০২৫
- Advertisement -

এক ম্যাচেই পাঁচ রেকর্ড বিরাট কোহলির

- Advertisements -

নাসিম রুমি: বিধ্বংসী ইনিংস খেলার পথে পাঁচটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন কোহলি। চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন বিরাট কোহলি। ব্যাট হাতে মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়ছেন। গতকাল শনিবার ঘরের মাঠে চেন্নাই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ৩৩ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে কোহলি পাঁচটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। সেইসঙ্গে সর্বোচ্চ ৫০৫ রান করে পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। এবার দেখে নেওয়া যাক কোহলির রেকর্ডগুলো।

১. আইপিএলে একটি দলের হয়ে ৩০০ ছক্কার মাইফলক ছুঁয়েছেন কোহলি। অবশ্য আগে থেকেই আইপিএলে একটি দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড তার দখলে ছিল। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস গেইল (২৬৩)। এর পরে আছেন রোহিত শর্মা (২৬২), কায়রন পোলার্ড (২৫৮) এবং মহেন্দ্র সিং ধোনি (২৫৭)।

২. টি-টোয়েন্টি ক্রিকেটে একটি মাঠে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েছেন কোহলি। বেঙ্গালুরুতে কোহলি মেরেছেন ১৫৪টি ছক্কা। এই বেঙ্গালুরুতেই ক্রিস গেইল ১৫১টি ছক্কা মেরেছেন। পাশাপাশি মিরপুরে গেইলের ১৩৮টি ছক্কা আছে। এছাড়া নটিংহ্যামে আলেক্স হেলসের ১৩৫টি ছক্কা এবং ওয়াংখেড়েতে রোহিত শর্মার ১২২টি ছক্কা আছে।

৩. আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন কোহলি। চেন্নাইয়ের বিপক্ষে আগে ৯টি ফিফটি ছিল শিখর ধাওয়ানের। শনিবার কোহলি ১০ নম্বর ফিফটি হাঁকিয়ে তাকে ছাড়িয়ে গেলেন। চেন্নাইয়ের বিপক্ষে ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মারও ৯টি করে ফিফটি আছে।

৪. আইপিএলের ইতিহাসে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। চেন্নাইয়ের বিপক্ষে তার সংগ্রহ ১ হাজার ১৪৬ রান। পেছনে পড়ে গেছেন ১ হাজার ১৩৪ রান করা ডেভিড ওয়ার্নার। সাবেক অজি ওপেনার পাঞ্জাবের বিপক্ষে ১ হাজার ১৩৪ রান করেছেন। এছাড়া দিল্লি ও পাঞ্জাবের বিপক্ষে কোহলির যথাক্রমে ১ হাজার ১৩০ এবং ১ হাজার ১০৪ রান আছে।

৫. আইপিএলে এই নিয়ে ৮বার এক মৌসুমে ৫০০-র বেশি রান করলেন কোহলি। এই রেকর্ডেও তিনিই সবার ওপরে। তার পরে আছেন ডেভিড ওয়ার্নার (৭) এবং লোকেশ রাহুল (৬)।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন