English

16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

এবার মুলতানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিলো পিসিবি

- Advertisements -

আগামী পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগে মুলতান সুলতানসের মালিকানা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বোর্ড জানিয়েছিল, আগামী আসরে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা তাদের কাছে থাকবে। তবে সাম্প্রতিক ঘোষণায় বোর্ড জানিয়েছে, দলটির মালিকানা এবার বিক্রির মাধ্যমে নির্ধারণ করা হবে।

পিসিবি সূত্রে জানা গেছে, পিএসএলের অন্য দুটি ফ্র্যাঞ্চাইজির সফল দরপত্রের পরই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। কয়েক দিনের মধ্যে নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

মুলতান সুলতানস ২০২১ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান মালিক ছিলেন আলি খান তারিন। তবে বোর্ডের অভিযোগ, তারিন একাধিকবার নিয়ম ভঙ্গ করেছেন এবং পিসিবি তাকে মালিকানা থেকে বাতিল করেছে। শেষ আসরের পর তার কার্যক্রম বোর্ডের কাছে বিব্রতকর হয়েছিল। এছাড়াও, পিএসএল নিয়ে সমালোচনার কারণে তাকে আইনি নোটিশও পাঠানো হয়। প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় তারিনকে ব্ল্যাকলিস্টে রাখার হুমকিও দেয়া হয়। পরবর্তীতে একটি ভিডিওতে দেখা যায়, তিনি সেই নোটিশ ছিঁড়ে ফেলেন।

পিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগে তারিনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ সত্ত্বেও তারিন বোর্ডের কোন নির্দেশ মানেননি, ফলে বোর্ড তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, মুলতান সুলতানসের মালিকানা বোর্ডের কাছে থাকবে এবং ৭-৮ দিনের মধ্যে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা দলের দায়িত্ব গ্রহণ করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wqb7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন