English

29 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

- Advertisements -

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই বিস্ফোরক ব্যাটার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। এখন থেকে তিনি মনোযোগ দেবেন সংক্ষিপ্ত ফরম্যাট এবং বিগ ব্যাশ লিগে।

২০১২ সালে মাত্র ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। নিজের বিদায় নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, আমাকে অপ্রত্যাশিতভাবেই শুরুতে দলে নেওয়া হয়েছিল। তখন ভাবতাম, হয়তো কয়েকটি ম্যাচ খেলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘এরপর বাদ পড়া, ফিরে আসা, একাধিক বিশ্বকাপে খেলা এবং দারুণ সব দলের অংশ হওয়া—সব মিলিয়ে দারুণ এক যাত্রা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, তাতে মনে হচ্ছিল যেন আমি দলের সঙ্গে সুবিচার করতে পারছি না। নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন ম্যাক্সওয়েল। করেছেন ৩৯৯০ রান, গড় ৩৩.৮১, স্ট্রাইকরেট ১২৬.৭০। ক্যারিয়ারে চারটি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরির পাশাপাশি বল হাতেও ৭৭টি উইকেট নিয়েছেন এই ডানহাতি অফ স্পিনার। ফিল্ডিংয়েও ছিলেন দারুণ, ক্যাচ নিয়েছেন ৯১টি।

তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি এসেছে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে, যেখানে একা লড়াই করে অপরাজিত ২০১ রান করে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন তিনি। অনেকেই এই ইনিংসকে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা বলে মনে করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1sff
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন