নাসিম রুমি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন আন্দ্রে রাসেল। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে সরে গেছেন নিকোলাস পুরানও। এজন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ব্যর্থতাকে দুষছেন ব্রায়ান লারা।
অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টে ২৭ রানে অলআউট হওয়ার পর লারাসহ সাবেক ক্রিকেটারদের সাহায্য চেয়েছে বোর্ড। তার আগেই বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কিংবদন্তি ব্যাটার।
‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে লারা বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা জানে না নিজেদের ক্রিকেটজীবন নিয়ে কী করবে। পুরানের মতো আগ্রাসী ক্রিকেটার ২৯ বছরে অবসর নিয়ে নিল। কেন অবসর নিয়েছে সেটা পরিষ্কার। বিশ্বজুড়ে পাঁচ-ছয়টা লিগ হয়। সেখানে খেলে ওরা যথেষ্ট টাকা রোজগার করতে পারছে।’
লারা বলেন, ‘আমার মনে হয় না যে, ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এমন কোনো কাজ করছে যাতে ক্রিকেটাররা খেলার অনুপ্রেরণা পায়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দেশ নিয়মিত সেদিকে জোর দিচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের ক্রিকেটাররা রোজগারের জন্য অন্য পথ খুঁজে নিচ্ছে।’
নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও একই অবস্থা জানিয়ে লারা বলেন, ‘যখন আপনি দেখেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও একই কাজ করছে, তখন বুঝতে হবে ওরা নিজেদের পরিবারের কথা ভাবছে।’