English

30 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

ওয়ার্নারের ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ

- Advertisements -

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলছেন ডেভিড ওয়ার্নার। বৃহস্পতিবার (৫ মে) নিজের পুরানো দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। এদিন ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে তিনি করলেন অপরাজিত ৯২ রান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন।

তবে সেঞ্চুরি না পেলেও আরেকটি অর্জন অবশ্য ধরা দিয়েছে ওয়ার্নারের ব্যাটে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫৮ বলে তার অপরাজিত ৯২ রানের ইনিংসটি গড়া ১২ চার ও ৩ ছক্কায়। এমন অনন্য মাইলফলক ছুঁতে ওয়ার্নারের প্রয়োজন ছিল ২ ছক্কা। অষ্টম ওভারে এইডেন মারক্রামের অফ স্পিনে বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে উড়িয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি।

Advertisements

অস্ট্রেলিয়ার তৃতীয় ও সব মিলিয়ে দশম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে চারশ ছক্কার ক্লাবে নাম লেখালেন ওয়ার্নার। ১ হাজার ৫৬ ছক্কা হাঁকিয়ে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।

৩৪ বলে ফিফটি ছুঁয়ে ওয়ার্নার ছুটছিলেন সেঞ্চুরির দিকে। শেষের আগের ওভারে ভুবনেশ্বর কুমারকে তিনটি চার মেরে পৌঁছে যান নম্বইয়ের ঘরে। কিন্তু শেষ ওভারে যে একটি বলও খেলার সুযোগ পেলেন না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ওই ওভারে ঝড় তোলেন রভম‍্যান পাওয়েল।

Advertisements

ইনিংস শেষে রভম‍্যান পাওয়েল জানান, সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেবেন কি না জানতে চেয়েছিলেন ওয়ার্নারের কাছ থেকে। তবে অস্ট্রেলিয়ান ওপেনারই তাকে বড় শট খেলার কথা বলেন।

শেষ ওভারে সব বলই খেলেন পাওয়েল। সেখানে অবশ্য ঝড় বইয়ে দেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। গতিময় পেসার উমরান মালিককে ছক্কায় শুরুর পর মাঝে বাউন্ডারি মারেন টানা তিনটি। মাত্র ৩৫ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৭ রান করেন পাওয়েল। ওয়ার্নারের সঙ্গে তার চতুর্থ উইকেট জুটিতে ১২২ রান আসে স্রেফ ৬৬ বলে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লি ৩ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান। এদিকে, টানা আট ম্যাচ খেলার পর এ দিন দিল্লির একাদশে সুযোগ পাননি বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন