নাসিম রুমি: আর সম্ভাবনা নেই। খাতায় কলমে টিকে থাকলেও কলকাতা নাইট রাইডার্সের এবার আইপিএল প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। গতকাল রাতে ইডেনে চেন্নাইয়ের কাছে হেরে যাবতীয় সম্ভাবনাটুকুও শেষ করে ফেলল কেকেআর।
১২ ম্যাচে পয়েন্ট ১১। বাকি দুই ম্যাচ যদি জেতেও তাহলেও কেকেআর ১৫ পয়েন্টের বেশি যেতে পারবে না। ইতিমধ্যেই আরসিবি ও গুজরাটের পয়েন্ট ১৬। অর্থাৎ এই দুই দলকে ছোঁয়ার কোনও সম্ভাবনা নেই রাহানেদের। এই মুহূর্তে লিগ টেবিলে ছয়ে আছে কেকেআর। কোনও মিরাকল ছাড়া গতবারের চ্যাম্পিয়নদের এবার প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই।
কলকাতার বাকি দুটি ম্যাচই অ্যাওয়ে। খেলতে হবে হায়দরাবাদ ও আরসিবির বিরুদ্ধে। তিনে থাকা পাঞ্জাবের পয়েন্ট এখন ১৫। চারে থাকা মুম্বইয়ের ১৪ পয়েন্ট। পাঞ্জাবের হাতে আছে তিন ম্যাচ। আর মুম্বইয়ের দুটি ম্যাচ। এই দুই দলই আর একটি করে ম্যাচ জিতলেই কেকেআরের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।
রবিবার রয়েছে পাঞ্জাব–মুম্বই খেলা। রাহানেরা চাইবেন ওই ম্যাচ হারুক মুম্বই। তাহলে মুম্বইয়ের থাকবে ১৪। কেকেআর দুটি জিতলে সর্বোচ্চ হবে ১৫। কিন্তু শনিবার কেকেআর যদি হায়দরাবাদের কাছে হেরে যায়, তাহলে আর যদি কিন্তু নয়। এবারের মতো আইপিএল থেকে বিদায় হয়ে যাবে শাহরুখের টিমের।
এদিকে আবার দিল্লির পয়েন্ট ১১ ম্যাচে ১৩। লখনউয়ের ১১ ম্যাচে ১০। কলকাতা চাইবে এই দলগুলিও নিজেদের ম্যাচ হারুক। যাতে টপকে না যেতে পারে। কিন্তু যা পরিস্থিতি তাতে এই অঙ্ক মেলা মুশকিল। তার উপর কেকেআরের এবার ধারাবাহিকতার যা অবস্থা তাতে নাইট ভক্তরাও আশা ছেড়ে দিয়েছেন।