English

33 C
Dhaka
মঙ্গলবার, মে ১৪, ২০২৪
- Advertisement -

কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

- Advertisements -

চোটের কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত দুটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেননি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার বদলে নেতৃত্ব দিয়ে পরপর দুই ম্যাচে আরসিবিকে জিতিয়েছেন বিরাট কোহলি।

দল জিতলেও এবার মোটা অঙ্কের জরিমানা গুণতে হলো কোহলিকে। মূলত স্লো-ওভার রেটের কারণেই এই জরিমানার মুখে পড়েছেন ভারতীয় দলের এই নিয়মিত মুখ। এই কারণে তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ অর্থাৎ ২৪ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ) জরিমানা করা হয়েছে। এ ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারসহ দলের অন্যরাও জরিমানার কবলে পড়েছেন।

জরিমানার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিসিআই।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নেমেছিল আরসিবি। এই ম্যাচে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ‘গোল্ডেন ডাক’ মারেন কোহলি। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে ৭ রানে জয় পায় আরসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিএলের ন্যূনতম ওভার-রেটসংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ শতাংশের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

চলতি আইপিএলে এর আগেও জরিমানার কবলে পড়েছিলেন কোহলি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন