English

23 C
Dhaka
সোমবার, মে ৬, ২০২৪
- Advertisement -

ক্রিকেটারদের শাস্তি দিতে গেলে সবাই আমাকে ধুয়ে দেয়: পাপন

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্ট চতুর্থ দিনেই শেষ হয়েছে। যেখানে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি ক্রিকেটারদের শাস্তি দেওয়া নিয়ে কথা বলেন।

Advertisements

নানা কারণে অনেকবারই শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিশেষ করে সাকিব আল হাসান শাস্তি পেয়েছেন একাধিক বার। এছাড়া নানা সময়ে শাস্তি পেয়েছেন পেসার শাহাদাত হোসেন রাজিব কিংবা ব্যাটসম্যান সাব্বির রহমানও। তবে ক্রিকেটারদের শাস্তি দিতে গেলে উল্টো মানুষের রোষানলে পড়তে হয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি— ‘ক্রিকেটারদের শাস্তি দিতে গেলে সবাই আমাকে ধুয়ে দেয়।

ক্রিকেটারদের শাস্তি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘কাউকে যখন শাস্তি দিয়েছি সারাদেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ তো ক্রিকেটারদের শাস্তি চায় না আমি এতদিন তাই জানতাম। কেউ কি কখনও আমাদের সাপোর্ট করেছে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, এই জাগরণটা উঠুক। আপনারা যে এখন বুঝতে পারছেন, কোনটা ঠিক আর কোনটা ঠিক না।’

দেশের স্বার্থে অনেক কঠিন সিদ্ধান্তও নিতে পারেন পাপন। এমন কথা কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি। তবে তার জন্য কিছু মানুষ তাকে ধুয়ে ফেলবে এটাও জানেন পাপন। তবে বিসিবি সভাপতি বিশ্বাস করেন– ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।

Advertisements

পাপন বলেন, ‘এটা কিছুদিন আগেও বলেছি দেখেন আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে, যা মানুষ পছন্দ করবে না। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই। খালি একটা কথা বলি ডিসিপ্লিন বলে কিছু আছে, আমার মনে হয় না এটা। ডিসিপ্লিন ঠিক করতে হবে না। দেশকে ভালোবাসেন ক্রিকেটকে ভালোবাসেন। সব ঠিক হয়ে যাবে, আমাদের ভালো খেলোয়াড় আছে।’

দেশের ক্রিকেটের পেছনে না লেগে সবাইকে পাশে থাকতে বলছেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘এরকম পেছনে লাগাটা বন্ধ করেন না, দেশকে ভালোবাসেন, ক্রিকেটকে ভালোবাসেন, সব ঠিক হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না। আমাদের ভালো খেলোয়াড় আছে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু সাপোর্ট দরকার, বিসিবি কখনও সাপোর্ট পায় না।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন