জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা আহনাফের (১৬) মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ১৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে কক্সবাজার সৈকতের সমিতিপাড়া পয়েন্টে তার লাশ ভেসে ওঠে।
স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পান। খবর দিলে লাইফগার্ড কর্মীরা গিয়ে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়ার শরিফুল ইসলামের ছেলে আহনাফ রোববার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে গোসলে নামে। এসময় তিনজনই পানির স্রোতে ভেসে যায়। লাইফগার্ডের তৎপরতায় দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও আহনাফ আর ফিরে আসেনি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. আজিম খান জানান, ‘ঘুরতে এসে আহনাফ সাগরে ভেসে যায়। জেলা প্রশাসন ও লাইফগার্ড কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম জানিয়েছেন, স্বজনরা মরদেহ গ্রহণের জন্য হাসপাতালে অবস্থান করছেন। আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।