নাসিম রুমি: সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরের দাম্পত্য জীবন নিয়ে আবারও গুজব ছড়িয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। এরপর যাচাই না করেই কিছু গণমাধ্যম খবরও প্রকাশ করে। তবে সাকিব-শিশির মার্কিন যুক্তরাষ্ট্রে সুখে-শান্তিতেই আছেন।
আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন সাকিব। ক্যাপশনে অবশ্য কিছুই লেখা ছিল না। পোস্ট করতেই কমেন্টবক্স ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। অনেকে আবার গুজব রটনাকারীদের একহাত নিয়েছেন। দুজনের দাম্পত্য জীবন স্বাভাবিক আছে বলেও তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সাকিব-শিশিরকে ঘিরে বিচ্ছেদের গুজব অবশ্য নতুন নয়। এর আগে একবার ফেসবুকে সাকিবের সঙ্গে বেশিরভাগ ছবি মুছে ফেলেছিলেন শিশির। তখনও তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। গত বছর ১৫ আগস্ট এক দীর্ঘ পোস্টে শিশির জানিয়েছিলেন, তাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। জাতীয় দলের হয়েও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।