বরোদা পৌরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি জানিয়েছেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই দেখা হচ্ছে আদালত কী সিদ্ধান্ত দেন।
প্রতিবেদন অনুসারে, গত ১৩ জুন জমি দখলসংক্রান্ত অভিযোগ তুলেছিলেন বরোদার সাবেক বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার। তার অভিযোগ, বরোদায় নিজের বাংলোর পাশে পৌরসভার জমি দখল করে রেখেছেন ইউসুফ।
বরোদা পৌর কমিশনার জানিয়েছেন, এই নিয়ে পাঠানকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গণমাধ্যমটির তথ্য অনুসারে, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল। গুজরাট থেকে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে বহরমপুরে ভোটের টিকিট দিয়েছিল দলটি। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ‘গড়’ বলে পরিচিত বহরমপুরে তিনি ছিলেন দলের তুরুপের তাস। ৫২ হাজারের বেশি ভোটে তিনি অধীরকে হারিয়েছেন। এই জয়ের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরোয়া বৈঠকে তাঁকে ‘জায়েন্ট কিলার’ আখ্যাও দেন। সেই ফলপ্রকাশের পরই গুজরাটের পৌরসভা থেকে নোটিশ পাঠানো হয় পাঠানের কাছে। এবার তিনি দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের।