মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। বর্তমানে তিনি কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এ তথ্য নিশ্চিত করেছে। ৫৪ বছর বয়সী মার্টিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক সতীর্থরা। ড্যারেন লেহম্যান লিখেছেন, পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।
অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্ট্রোকমেকার হিসেবে পরিচিত ড্যামিয়েন মার্টিন। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি ৬৭টি টেস্ট খেলেছেন। ছয় বছরের বিরতির পর ২০০০ সালে দলে ফিরে স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন শক্তিশালী অস্ট্রেলিয়ান দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন তিনি।
২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। ভারতের বিপক্ষে ফাইনালে অপরাজিত ৮৮ রান করে রিকি পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের জুটি গড়েন মার্টিন। ওয়ানডে ক্যারিয়ারে তার সংগ্রহ ৫৩৪৬ রান, গড় ৪০.৮০, যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি
২০০৬ সালের অ্যাশেজ সিরিজ চলাকালীন অবসর নেওয়ার আগে টেস্ট ক্যারিয়ারে তিনি ৪৪০৬ রান করেন, গড় ৪৬ দশমিক ৩৭, সঙ্গে ১৩টি সেঞ্চুরি।মার্টিন বক্সিং ডে-তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের পক্ষ থেকে ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ড্যামিয়েন সর্বোচ্চ মানের চিকিৎসা পাচ্ছেন। তার সঙ্গী আমান্ডা ও পরিবারের সদস্যরা জানেন যে অসংখ্য মানুষ তার জন্য প্রার্থনা ও শুভকামনা পাঠাচ্ছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ড্যামিয়েনের অসুস্থতার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। এই সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পুরো ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে তার জন্য শুভকামনা রইল। অবসরের পর তিনি কিছুদিন ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন।
