English

31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

চুপিচুপি ভাঙল শুভমন গিল ও সারা টেন্ডুলকারের সম্পর্ক

- Advertisements -

কয়েক বছর ধরে চলা আলোচনায় এবার যেন স্পষ্ট ইঙ্গিত মিলল। সম্পর্কে ইতি টেনেছেন ক্রিকেটার শুভমন গিল ও সারা টেন্ডুলকার। ২০২০ সালের আইপিএল থেকেই ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে লাইক-কমেন্ট এবং একাধিক মিল থাকা ছবি শেয়ারের কারণে এই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও দুজনের কেউই সরাসরি সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই জুটি। শুভমনের ইনস্টাগ্রামে ‘সারা’ লিখে খুঁজলে দেখা যাচ্ছে, শচীন তেন্ডুলকারের মেয়ে সারার নাম আর তার অনুসরণ তালিকায় নেই। একই চিত্র সারার ইনস্টাগ্রামেও।

এতেই জল্পনা শুরু, তবে কি নীরবেই ভেঙে গেল বহুদিনের ‘বিশেষ’ সম্পর্ক? যা শেষ হলো ইনস্টাগ্রামে আনফলো করার মধ্য দিয়ে।

পেছনে তাকালে দেখা যায়, শুভমনের দুই দিদি— শাহনীল গিল ও সিমরন সিধুকেও ফলো করতেন সারা টেন্ডুলকার। এমনকি গিল যখন মাঠে নামতেন, সারা প্রায়শই উপস্থিত থাকতেন গ্যালারিতে।

আরও একটি বিষয় এই আলোচনা আরও তীব্র করে তোলে— এর আগে ‘সারা’ নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, শুভমন হয়তো সারা আলি খানের সঙ্গে সম্পর্কে ছিলেন।

এই প্রসঙ্গেই ‘কফি উইথ করণ’ সিজন ৮-এ করণ জোহরের মুখোমুখি হন সারা আলি খান। প্রশ্নের উত্তরে তিনি মজা করে বলেন, ‘ভুল সারার পেছনে ছুটছ বন্ধুরা। সারা কা সারা দুনিয়া গালাত সারাকে পিছে পড়া হ্যায়!’

পরোক্ষভাবেই তিনি বোঝাতে চেয়েছিলেন, শুভমনের সঙ্গে তার নয়, বরং সারা টেন্ডুলকারের সম্পর্ক ছিল। যেটি এখন হয়তো অতীত হয়ে গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8ynw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন