English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

জেদ্দায় আইপিএল নিলামে বাংলাদেশের ১৩ জন

- Advertisements -

নাসিম রুমি: আগেই জানা গিয়েছে এবারের আইপিলের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের বাইরে। ভেন্যু হিসেবে আলোচনায় ছিল সৌদি আরবের বেশ কয়েকটি শহর। শেষপর্যন্ত জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের নিলাম।

আসন্ন এই নিলামের জন্য মোট ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ৪০৯ জন। আর ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১ হাজার ১৬৫ জন।

এর মধ্যে ৩২০ জন ক্যাপড ও ১ হাজার ২২৪ জন আনক্যাপড ক্রিকেটার নাম লিখিয়েছেন। ৩০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন আইসিসির সহযোগী দেশগুলো থেকে। সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার নাম দিয়েছেন সাউথ আফ্রিকা থেকে।

এর বাইরে আফগানিস্তানের ২৯, অস্ট্রেলিয়া ৭৬, বাংলাদেশ ১৩, কানাডা ৪, ইংল্যান্ড ৫২, আয়ারল্যান্ড ৯, ইতালি ১, নেদারল্যান্ডস ১২, নিউজিল্যান্ড ৩, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ২৯, সংযুক্ত আরব আমিরাতের ১, যুক্তরাষ্ট্র ১০, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ও জিম্বাবুয়ের ৮ ক্রিকেটার উঠবেন নিলামে।

আইপিএলের নিলাম শুরুর আগে এই তালিকা কিছুটা ছোট হয়ে আসবে। নিলামে এখনও পর্যন্ত কোন কোন ক্রিকেটার নাম লিখিয়েছেন তাদের নাম প্রকাশ করেনি আয়োজকরা। কদিন পরেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএলের আয়োজকদের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/85nj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন