English

31 C
Dhaka
সোমবার, মে ২০, ২০২৪
- Advertisement -

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

- Advertisements -

নাসিম রুমি: গত এপ্রিলে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন চামারি আতাপাত্তু। নারীদের ওয়ানডেতে যা তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড ছিল। এবার শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন করার পথে গতকাল আরেকটি শতরানের ইনিংস খেললেন লঙ্কান এই তারকা ক্রিকেটার। সেই সঙ্গে সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডও গড়লেন।

Advertisements

আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ দলের ৮ টি চূড়ান্ত হয়েছিল আগেই। বাকি দুই দল নিশ্চিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে। যেখানে আয়ারল্যান্ডকে হারিয়ে স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শ্রীলঙ্কা বিশ্বকাপের টিকিট কাটে। গতকাল কোয়ালিফায়ারের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে স্কটল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে লঙ্কান মেয়েরা।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে শ্রীলঙ্কা। অন্যদিকে স্কটল্যান্ড পড়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গ্রুপে।

Advertisements

স্কটল্যান্ডের বিপক্ষে ফাইনালে চামারি ৬৩ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বয়সে শতরানের নজিরও গড়লেন তিনি। সংবাদমাধ্যম টাইমস নাও-এর মতে, ৩৪ বছর ৮৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন তানজানিয়ার ফাতুমা কিবাসুর রেকর্ড। কাতারের বিরুদ্ধে কিবাসু ৩৩ বছর ৩৭ দিন বয়সে শতরান করেছিলেন।

শ্রীলঙ্কার হয়ে ১৩১টি টি-টোয়েন্টিতে ২ হাজার ৯৫৭ রান করেছেন চামারি। দু’টি শতরান এবং ৪৮টি উইকেটও রয়েছে। ১০১টি ওয়ানডে ম্যাচে ৯টি শতরান এবং ১৬টি অর্ধশতরানসহ ৩ হাজার ৫১৩ রান রয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন