English

22 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর রোহিত শর্মা

- Advertisements -

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে ভারতের দীর্ঘদিনের খরা কাটান রোহিত শর্মা। এর ঠিক পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি ও বিরাট কোহলি। ফলে ভারত–শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ে থাকছেন না ভারতের এই দুই তারকা। তবে টুর্নামেন্টকে সামনে রেখে রোহিতকে বিশেষ দায়িত্ব দিয়েছে আইসিসি।

মঙ্গলবার মুম্বাইয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সময় রোহিত শর্মাকে আসরের ‘অ্যাম্বাসেডর’ বা দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪২৩১ রান করা ভারতীয় ওপেনার দুইবারের বিশ্বকাপজয়ী হিসেবেও ব্যাট হাতে রেখেছেন ছাপ।

অ্যাম্বাসেডর পদে নিয়োগ পেয়ে রোহিত বলেন,’ভারতে আবারও এই টুর্নামেন্ট ফিরছে এটা দারুণ। নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সকল দলের খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল। আশা করি তারা স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়বে ও ভারতের অতিথেয়তা উপভোগ করবে।’

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনেই হবে তিনটি ম্যাচ। পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। এরপর মাঠে নামবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ এবং দিনের শেষ ম্যাচে খেলবে ভারত–যুক্তরাষ্ট্র।

কোন গ্রুপে কারা

  • গ্রুপ এ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
  • গ্রুপ বি: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
  • গ্রুপ সি: বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি
  • গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, ইউএই

ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি মাঠে হবে পুরো আসর। গ্রুপপর্ব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সুপার এইট থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে, আর ৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y1if
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন