English

29.8 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

ডাফি এখন টি-টোয়েন্টির সেরা

- Advertisements -

নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন। তিনি পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন।

পাঁচ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা বোলার হয়েছেন ডাফি, যেখানে তার গড় মাত্র ৮.৩৮। তার অসাধারণ বোলিং পারফরম্যান্স নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে।

এ সাফল্যের ফলে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনকে টপকে শীর্ষে উঠে এসেছেন ডাফি। এ ছাড়া ভারতের বরুণ চক্রবর্তী, ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকাদেরও পেছনে ফেলেছেন তিনি।

এটি তার প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে এক নম্বর বোলারের স্বীকৃতি। নিউজিল্যান্ডের পক্ষে ২০১৮ সালের পর এই প্রথম কোনো বোলার টি-টোয়েন্টির শীর্ষ স্থান দখল করলেন। এর আগে ইশ সোধি এ কীর্তি গড়েছিলেন।

দল হিসেবেও নিউজিল্যান্ড উন্নতি করেছে। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে চারে উঠে এসেছে তারা। পাকিস্তান আছে আগের মতোই, সাত নম্বরে। আর বাংলাদেশ আছে ৯ নম্বরে।

শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করছেন। দলের ওপেনার টিম সেইফার্ট ক্যারিয়ারসেরা র‌্যাংকিং অর্জন করেছেন। পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচে ২৪৯ রান করেছেন তিনি, গড় ৬২.২৫। সিরিজের শেষ ম্যাচে ওয়েলিংটনে ৯৭ রানের ইনিংস খেলে সিরিজসেরা হন এই ওপেনার।

এই পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৮ম স্থানে নিয়ে গেছে। এ তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আরেক নিউজিল্যান্ড ব্যাটার ফিন অ্যালেন এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে এসেছেন। অলরাউন্ডার জিমি নিশাম ১৪ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন।

বাংলাদেশের হয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। ১৯ নম্বরে থাকা লেগস্পিনার রিশাদের বিপরীতে ১৫ নম্বরে আছেন পেসার তাসকিন। ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষ ত্রিশে বাংলাদেশের কোনো ব্যাটার নেই। এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয়।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের শীর্ষ দশ আছে আগের মতো। শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডের নতুন র‌্যাংকিংয়েও কিছু পরিবর্তন এসেছে।

নেপিয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মার্ক চ্যাপম্যান দুর্দান্ত সেঞ্চুরি (১০০ রান) করেন। এই ইনিংসের ফলে তিনি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ১০০-এর বাইরে থেকে ৭৮তম স্থানে উঠে এসেছেন।

একই ম্যাচে দারুণ বোলিং করে উইল ও’রোর্ক ১৫ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে এসেছেন। পাকিস্তানের পেসার হারিস রউফও উন্নতি করেছেন। নেপিয়ারে প্রথম ওয়ানডেতে দুটি উইকেট নেওয়ার কারণে তিনি ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lj3i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন