বাংলাদেশের ক্রিকেট বোর্ডে থাকা কর্মকর্তাদের নিয়ে আগে-পরে অনেক আলোচনা-সমালোচনাই থাকে। এবার জাতীয় দল থেকে অবসর নেওয়া তামিম ইকবাল জানিয়ে দিলেন, কাদের এই দায়িত্বে থাকা উচিত ও কাদের থাকা উচিত নয়।
আজ শনিবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তামিম। অনুষ্ঠানটি আয়োজিত হয় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে। সেখানে গিয়েই এসব কথা বলেন তামিম।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের নীতি নির্ধারক? আমাদের সিদ্ধান্ত নেয় কারা? আমাদের প্রতিনিধিত্ব করছে কারা? যারা বোর্ড পরিচালক, আমাদের নিয়ে তাদের স্বপ্ন কী? আমাদের নিয়ে তাদের ক্রিকেট বোঝাপাড়া কেমন? এগুলোর প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সবকিছুর সঙ্গে।’
বিসিবির নির্বাচক কয়েক মাস পরই। নির্বাচনে যারা যোগ্য, তাদেরকেই বেছে নিতে বললেন তামিম, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক…যাদের ক্রিকেট সম্পর্কে মৌলিক ধারণা আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরই নির্বাচিত করুন।’
কাদেরকে বোর্ডে রাখা উচিত নয়, এই ব্যাপারে তামিমের ভাষ্য, ‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’