English

34.4 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

‘দাদাগিরি’ ছেড়ে আরও বড় মঞ্চে যাচ্ছেন সৌরভ

- Advertisements -

নাসিম রুমি: ‘দাদাগিরি’ বললেই চোখের সামনে ভেসে ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাসিমুখ আর তাঁর বিখ্যাত সঞ্চালনা। কিন্তু এবার কি দাদা ছাড়া চলবে এই জনপ্রিয় শো? টলিপাড়ায় গুঞ্জন, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ‘দাদাগিরি’ থেকে সরে যাচ্ছেন!

খবর অনুযায়ী, জি বাংলার সঙ্গে নাকি নতুন করে কোনও চুক্তি করেননি সৌরভ। তবে কি এবার বন্ধ হতে চলেছে ‘দাদাগিরি’? না, শো বন্ধ হচ্ছে না, কিন্তু বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উঁকি দিচ্ছে। শোনা যাচ্ছে, সৌরভ অন্য একটি চ্যানেলের সঙ্গে নতুন শোয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

এবার সৌরভকে দেখা যেতে পারে বাংলা ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে! পুজোর পর নাকি শুরু হবে শ্যুটিং। শুধু তাই নয়, সংশ্লিষ্ট চ্যানেলে একটি নয়, বরং দুটি নতুন শো করতে পারেন সৌরভ।

প্রসঙ্গত, ২০০৯ সালে শুরু হওয়া ‘দাদাগিরি আনলিমিটেড’ বাংলার অন্যতম জনপ্রিয় কুইজ শো। প্রথম দুই সিজনে সৌরভই ছিলেন সঞ্চালক, যদিও তৃতীয় সিজনে দায়িত্ব সামলেছিলেন মিঠুন চক্রবর্তী। তবে চতুর্থ সিজন থেকে টানা সৌরভই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। এই শোয়ের ১০টি সিজন ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে এবং প্রতিটি সিজনই টিআরপির তালিকায় শীর্ষে থেকেছে। সাধারণ প্রতিযোগী থেকে সেলিব্রিটি— সকলেই অংশ নিয়েছেন এই শোতে। তবে এবার কি সত্যিই দাদা নতুন পথ ধরতে চলেছেন? সময়ই দেবে সেই প্রশ্নের উত্তর!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9xsy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন