English

21 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

নব্বইয়ের ঘরে কতবার আউট হয়েছেন কোহলি

- Advertisements -

আন্তর্জাতিক ক্রিকেটে শতক যেন বিরাট কোহলির নিত্যসঙ্গী। তবে দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকবার এমনও হয়েছে, যখন মাত্র কয়েক রানের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। নব্বইয়ের ঘরে দাঁড়িয়ে আউট হয়ে হতাশ মুখে মাঠ ছাড়তে হয়েছে ভারতের এই তারকা ব্যাটারকে।

সর্বশেষ এমনই এক আক্ষেপের ইনিংস খেলেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভাদোদরায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তিনি আউট হন ৯৩ রানে। শতক পূর্ণ করতে প্রয়োজন ছিল মাত্র ৭ রান। পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রিত ব্যাটিং করে দলকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত নব্বইয়ের ঘরেই থামতে হয় তাকে।

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৯ বার নব্বইয়ের কোঠায় আউট হয়েছেন বিরাট কোহলি। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটেই ঘটেছে সবচেয়ে বেশি—৭ বার। টেস্ট ক্রিকেটে নব্বইয়ের ঘরে থেমেছেন দুইবার, আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই নব্বইয়ে আউট হওয়ার নজির নেই তার।

২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৯১ রানে আউট হওয়ার মাধ্যমে প্রথমবার নব্বইয়ের ঘরের হতাশা শুরু হয় কোহলির। সবচেয়ে কষ্টের স্মৃতিগুলোর একটি আসে ২০১৩ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ রানে আউট হওয়ার ঘটনায়। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও একাধিকবার শতকের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে তাকে।

তবে এই পরিসংখ্যান কোহলির ব্যাটিং ধারাবাহিকতারই প্রমাণ। কারণ নব্বইয়ের ঘরে পৌঁছানো মানেই বড় ইনিংস খেলার সক্ষমতা দেখানো। তবুও ভক্তদের আক্ষেপ থেকেই যায়—এই ইনিংসগুলো যদি শতকে রূপ নিত, তাহলে কোহলির শতকের সংখ্যা আরও অনেক বেশি হতো।

বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলির শতকের সংখ্যা ৮৪টি। এর মধ্যে ওয়ানডেতে ৫৩টি, টেস্টে ৩০টি এবং টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি রয়েছে তার। যদিও বর্তমানে তিনি কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/61qk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন