English

30 C
Dhaka
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
- Advertisement -

নারী ক্রিকেটারের অভিযোগে টালমাটাল ক্রিকেটপাড়া

- Advertisements -

নারী ক্রিকেটাররা যৌন নির্যাতনের শিকার হন, ক্রিকেট সংশ্লিষ্টরা বিষয়টি কমবেশি জানতেন। বিষয়টি এতদিন গোপনই ছিল! এখন আর গোপন নেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম সাম্প্রতিক দুটি সাক্ষাৎকার দিয়ে যৌন নিপীড়নের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন। সাবেক অধিনায়কের অভিযোগের বিস্ফোরণে টালমাটাল ক্রিকেটপাড়া। গরম ক্রিকেটাঙ্গন। অভিযুক্ত ছাড়াও অনেকেই ভীত ও শঙ্কিত। জাহানারার অভিযোগের পর নড়েচড়ে বসেছেন সবাই। যদিও বিসিবি শুরুতে সাবেক অধিনায়কের অভিযোগকে পাত্তা দেয়নি।

কিন্তু যৌন নিপীড়নের বিষয়টি প্রকাশ্যে চলে আসায় পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হলে জরুরি ভিত্তিতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এখন প্রশ্ন, অভিযুক্ত মঞ্জুরুল ইসলামসহ যেসব কর্মকর্তা ও বর্তমান অধিনায়কের বিপক্ষে অভিযোগ

আনা হয়েছে, সেসবের কি সত্যতা প্রকাশ করবে বিসিবি? যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টিকে গুরুত্বের সঙ্গে আমলে নিতে বলেছেন বিসিবিকে। মিডিয়াকে বলেন, ‘আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর (জাহানারা) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনিব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’ অবশ্য অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। চীনে অবস্থানরত মঞ্জুরুল এএফপিকে বলেন, ‘সব মিথ্যা।

আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।’ এটা সত্য, জাহানারার অভিযোগ দেশের নারী সমাজে ব্যাপক প্রভাব ফেলবে কোনো সন্দেহ নেই। পরিবার তাদের সন্তানদের খেলাধুলায়  আবারও পাঠাবে কি না সংশয় তৈরি হয়েছে।

জাহানারা জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক। দেশের প্রথম তারকা ক্রিকেটার বর্তমান সিডনিতে বাস করছেন। সেখানে ক্রিকেট খেলার পাশাপাশি কোচেস কোর্স করছেন। কয়েক দিন আগে তিনি একটি বহুল প্রচারিত পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে দল গঠনে বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিপক্ষে অভিযোগ করেছিলেন। এরপর একটি ইউটিউব চ্যানেলে জাহানারা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পেসার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের দিকে।

দুজন ছাড়া আরও কয়েকজনের নামে সরাসরি অভিযোগ করেছেন তিনি। মঞ্জুরুলের বিপক্ষে জাহানারা তার অভিযোগে বলেন, ‘উনি (মঞ্জুরুল) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকব চলে আসিস।’

অভিযোগগুলো শুধু জাহানারার একার নয়, জাতীয় দল ও দলের বাইরের অনেক ক্রিকেটারের। যারা বিভিন্ন সময়ে ক্লাব ক্রিকেটে কোচ, কর্মকর্তা দ্বারা শারীরিকভাবে নিপীড়িত। ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, এক ক্লাবের ক্রিকেট কোচের বিপক্ষেও ক্রিকেটারদের শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sj37
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন