মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন ইংল্যান্ড ও কেন্টের সাবেক পেসার অ্যালান ইগলসডেন। মৃত্যুকালে এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৫৭ বছর।
১৯৯৯ সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এতদিন কঠিন এই রোগের সঙ্গে লড়ছিলেন অ্যালান ইগলসডেন।
১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে টেস্টে অভিষেক হয়েছিলেন ইগলসডেনের। মার্ক টেইলর ছিলেন তার প্রথম উইকেট শিকারে। এরপর ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরে আরও দুটি টেস্ট খেলেছিলেন তিনি। তার নামের পাশে ৬টি উইকেট রয়েছে।
এছাড়া ইংলিশদের হয়ে ৪টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি। পেয়েছেন ২টি উইকেট।
জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টির প্রথম শ্রেণির ম্যাচে ছিলেন দুর্দান্ত। বিশেষ করে কেন্টের হয়ে বেশ সফল ছিলেন তিনি। প্রথম শ্রেণিতে মোট ১৫৪ ম্যাচে ৫০৩টি উইকেট দখল করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dedq
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন