English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
- Advertisement -

পাকিস্তানে হামলার পর যা বললেন শচীন, শেবাগ, গম্ভীররা

- Advertisements -

কাশ্মীরের পহেলগাওঁয়ে হামলার জবাবে গত মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে বিশ্বজুড়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ভারতের সাবেক-বর্তমান ক্রিকেটাররাও তাদের মনের ভাব প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা জানিয়েছেন তারা।

সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার একাত্মতার বার্তা দিয়ে লেখেন, ‘একতাই শক্তি। সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা এক দল। জয় হিন্দ!’ সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লেখেন, ‘ধর্মো রক্ষতি রক্ষিতঃ (যে ধর্মের রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে)। জয় হিন্দ কি সেনা।’

জাতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর ‘জয় হিন্দ’ লিখে শেয়ার করেন অপারেশন সিন্ধুর একটি ছবি। তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন সুরেশ রায়না, আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ প্রসাদও। চক্রবর্তী ইনস্টাগ্রামে সেই অভিযানের একটি দৃশ্য শেয়ার করেন।

ভারত মঙ্গলবার দিবাগত রাত ১টার পর হামলা চালায় পাকিস্তানের ছয়টি শহরে। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে এই অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের ছয় শহর-পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ, বাগ ও কোটলি শহরে একের পর এক ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ভারতের সেনাবাহিনী বলেছে, তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, ভাওয়ালপুরে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রধান কার্যালয় এবং মুরিদকে শহরে পাকিস্তানভিত্তিক আরেক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়েবার প্রধান কার্যালয়সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানায় এসব হামলা চালিয়েছে।

এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে।

এদিকে পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে দুদেশের। এতে ২ শিশু, ১ মহিলাসহ অন্তত সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ হামলায় আহতও হয়েছেন ৩৮ জন। ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য মৃত্যুর সংখ্যা ১০ জন বলে দাবি করছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন