English

28.5 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
- Advertisement -

পাকিস্তান সফরে নেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের পাঁচ তারকা

- Advertisements -

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। তবে এই সিরিজের অজি দলে নেই বিশ্বকাপ দলে থাকা পাঁচ তারকা ক্রিকেটার।

বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে ছোটখাটো ধাক্কা খেয়েছেন টিম ডেভিড। তবে টুর্নামেন্টের জন্য তাকে বিবেচনায় রেখে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া শেষ সময় পর্যন্ত তারা অপেক্ষা করতে চায় প্যাট কামিন্সের জন্য। এজন্য এই দুই তারকাসহ জশ হ্যাজেলউডকেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে রাখেনি তারা।

বিশ্বকাপ দলে থাকা আরও দুজনকে বাদ দিয়ে পাকিস্তানের মুখোমুখি হবে অজিরা। গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিস একবারে বিশ্বকাপে অংশ নেবেন। লাহোরে এই টি-টোয়েন্টি সিরিজে দলে অন্তর্ভুক্ত হয়ে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাক এডওয়ার্ডস।

হ্যামস্ট্রিং ও একিলিস সমস্যায় পুরো অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাওয়া হ্যাজেলউড গত সপ্তাহে ক্রিকইনফো-কে জানান, বিশ্বকাপের জন্য বেশ ভালোভাবে ফিট হয়ে উঠছেন তিনি। শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার ওয়ার্মআপ ম্যাচে ফেরার লক্ষ্য তার, যা হতে পারে পারে পাকিস্তানের বিপক্ষে।

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের ১০ জন থাকবেন। তাদের সঙ্গে ১৭ জনের দলে বিয়ার্ডম্যান ও এডওয়ার্ডস ছাড়াও আছেন শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে ও ম্যাট রেনশ। অ্যাবট কিংবা ডোয়ারশুইসের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত লাহোরে হবে তিন ম্যাচের সিরিজ। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে অজিরা।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ের বার্লেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5rdy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন