English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন মোস্তাফিজ

- Advertisements -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ কয়েক মৌসুম খেলেছেন মোস্তাফিজুর রহমান। ছিলেন ভালো ফর্মেও।

তবে এবারের আসরে আর জায়গা হয়নি তার। এতে অবশ্য সমস্যা হয়নি, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য নাম লিখিয়েছেন তিনি।

২০২৫ পিএসএলে দেখা যাবে বাংলাদেশি এই পেসারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পিএসএল। মুস্তাফিজের ছবি যুক্ত করে ক্যাপশনে তারা লিখেছে, ‘এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ’

পিএসএলের ২০২৫ আসরের নিলাম হবে আগামী ১১ জানুয়ারি। তবে আসর শুরুর ব্যাপারে এখনও নির্ধারিত হয়নি তারিখ। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হবে দেশটিকে। হাইব্রিড মডেলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরেই হবে পিএসএল, এমনটাই জানা গেছে।

পিএসএলে অবশ্য এর আগেই খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন বাংলাদেশি এই পেসার। সেবার দলটির হযে ৫ ম্যাচে উইকেট নেন ৪টি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4tr8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন