English

26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

পিকচার আভি বাকি হে’, ১৩ কোটিতে দল পেয়ে রিংকু

- Advertisements -

নাসিম রুমি: ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন রিংকু সিং। তখন কলকাতা তাকে দলে ভিড়িয়েছিল ৫৫ লাখ টাকায়। আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা এই ক্রিকেটারের কাছে সেটাই ছিল বিরাট পাওয়া। নিলামে দল পাওয়ার পর তার উচ্ছ্বাসেই সেটার ছাপ ছিল।

গত কয়েক আসরে কলকাতার হয়ে দুর্দান্ত পারফর্ম করে ঘুরে গেছে তার ভাগ্যের চাকা। সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তার আর্থিক অবস্থাও পরিবর্তন হয়েছে। এবার আসন্ন আইপিএলের আগে আরো বড় সুখবর পেলেন তিনি। মেগা নিলামের আগে তাকে ধরে রেখেছে কলকাতা।

অভিষিক্ত ক্রিকেটার হিসাবে তকে ধরে রাখল কলকাতা। এবার তার পারিশ্রমিকের পরিমাণ ১৩ কোটি টাকা। এ তথ্য নিশ্চিত হওয়ার পর গতকাল সমাজিক যোগাযোগমাধ্যমে রিংকু নিজের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে কেকেআরের হেলমেট এবং জার্সিতে দেখা যাচ্ছে।

ভিডিওর ক্যাপশনে রিংকু লিখেছেন, ‘হামারি প্রেম কাহানি তো আভি ব্যস শুরু হুই হে। পিকচার আভি বাকি হে মেরে দোস্তো।’ অর্থাৎ, আমাদের প্রেম কাহিনি সবে শুরু হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি সংলাপের থেকে এই লাইন নিয়েছেন রিংকু।

আইপিএলে ৪৬ ম্যাচে ৮৯৩ রান করেছেন রিংকু। তার ব্যাটিং গড় ৩০.৭৯। মূলত ফিনিশার হিসাবেই তানকে খেলায় কেকেআর। ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xh6b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন