English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

ফের বিতর্কে শামির স্ত্রী হাসিন!

- Advertisements -

অনেকদিন পর আবারও শিরোনামে এলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। এবার অবশ্য শামির সঙ্গে নয়, তিনি বিবাদে জড়িয়েছে নিজের বাবা মোহাম্মদ হুসেনের সঙ্গে। হাসিনের বিরুদ্ধে মোহাম্মদ হুসেনের অভিযোগ, ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করেছেন হাসিন। মেয়েকে সম্পত্তি থেকে বহিষ্কার করার ও তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ হুসেন।

হাসিনের বাবার দাবি, তার একমাত্র ছেলে তারিক পারভেজ ওরফে বান্টি গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা যান। তারপর হাসিন বেআইনিভাবে জোর করে তারিকের সব সম্পত্তি দখল করে নেন। তারিকের ২টি ট্রাক, একটি গাড়ি, মোটরবাইক, হোটেল, পেট্রল পাম্প এমনকী কয়লা খাদানের দখল নিয়েছেন হাসিন। এছাড়া তার সব জীবনবিমাও তিনি হাতিয়ে নিয়েছেন বলে মোহাম্মদ হুসেন দাবি করেছেন। যদিও এ ব্যাপারে এখনও হাসিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন হাসিনের বাবা। সেই মামলায় হাসিন ছাড়া তার এক বন্ধু ও দুই কর্মচারীর নামও আছে। তাছাড়া হাসিনের মা নাজমা খাতুন মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেছেন! মোহাম্মদ হুসেনের আইনজীবী অমিত কুমার কলকাতার গণমাধ্যমকে বলেছেন, ‘মুসলিম পারিবারিক আইন’ অনুযায়ী ছেলে মারা গেলে তার সব সম্পত্তির অধিকারী হন তার বাবা। কোনোভাবেই সেই সম্পত্তি তার ভাই-বোনরা পেতে পারেন না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qc1h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন