নাসিম রুমি: আগামী আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং সরকারের উচ্চ পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে।
তবে এই বিতর্ক মুস্তাফিজের মাঠে পারফরম্যান্সকে কোনওভাবে প্রভাবিত করতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে থাকা এই বাঁহাতি পেসার নতুন বল থেকে শুরু করে ডেথ ওভারে পর্যন্ত নিয়মিত উইকেট শিকার করে দারুণ ছন্দে রয়েছেন। তার ধারাবাহিক সাফল্যে রংপুর শক্ত অবস্থান ধরে রেখেছে।
এ সময় মুস্তাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেলের ছাদ থেকে তোলা একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে লিখেছেন, প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি। এই ছোট্ট পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা-আবেগ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের মনের শান্তি ধরে রাখতে এই ধরনের পোস্ট দিয়েছেন তিনি।
এর আগের দিন রাতে তিনি আরও একটি পোস্ট করেন, যেখানে লিখেছেন, চোখ মাঠে, মন জয়ের দিকে। এই কথায় স্পষ্ট যে, বিতর্ক থেকে সরিয়ে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজের জবাব দিতে চান মুস্তাফিজ।
