English

34 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

বিপিএলে শিরোপা জিতে কত পেল কুমিল্লা

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নামল বৃহস্পতিবার। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলে প্রথমবার ফাইনালে খেলে ৭ উইকেটে হেরে যায় সিলেট। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলকে ৭ উেইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নে কুমিল্লা।

Advertisements

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে কুমিল্লা পেয়েছে ২ কোটি টাকা। তবে ফাইনালে হেরে গেলেও ১ কোটি পেয়েছে সিলেট।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা।

Advertisements

টস হেরে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট। দলের হয়ে ৭৪ ও ৬৪ রান করে করেন মুশফিক ও শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় কুমিল্লা। দলের শিরোপা জয়ে ৫২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কুমিল্লার ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান জনসন চার্লস।

১৭ বলে ২ চার আর এক ছক্কায় অপরাজিত ২৫ রান করেন মঈন আলী। এছাড়া ৩৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দেশের তারকা ওপেনার লিটন কুমার দাস।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন