নাসিম রুমি: আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ টি২০ বিশ্বকাপে ভারত–পাক লড়াই দেখা যাবে না! এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, ২০২৬ টি২০ বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট হবে ফেব্রুয়ারিতে।
ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর দুই দেশ এখন শুধু আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যায়নি পাকিস্তানে খেলতে। হাইব্রিড মডেলে ভারত খেলেছিল দুবাইয়ে। তাছাড়া সম্প্রতি ভারত–পাক সংঘাতের যে আবহ তৈরি হয়েছে তাতে ভারত অন্তত পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলতেই চাইছে না। যদিও গোটা বিষয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি। ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে বসবে আইসিসির বার্ষিক সাধারণ সভা। সেখানেই এই বিষয়ে রফাসূত্র খোঁজা হবে।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলছে, ভারত–পাক দুই দলকে ২০২৬ টি২০ বিশ্বকাপে হয়ত এক গ্রুপে রাখা হবে না। বোর্ড সূত্রকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিষয়টি আইসিসির বার্ষিক সাধারণ সভায় আলোচনা করা হবে। দুই দলকে এক গ্রুপে নাও রাখা হতে পারে। যদিও এতদিন তা হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।’
গোটা বিষয়ে মুখ্য ভূমিকা নিতে দেখা যাবে পারে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে। তবে ভারত পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে,যে পাকিস্তানের সাথে বিশ্ব কাপে খেলবেননা। এর কোন বিকল্প নেই।
ভারত যদি না খেলে তাহলে,আইসিসি কঠের ব্যবস্হা নিবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ভারতকে।