English

34.7 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

বিশ্বকাপ নিয়ে ভাবছেন না জ্যোতি

- Advertisements -
সর্বশেষ মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। দীর্ঘ ৮ মাস পর আগামীকাল আবারও সীমিত সংস্করণে খেলতে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হলেও ঘরের মাঠের সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এই সিরিজের ফলাফলের ওপর নির্ভর করবে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি সুযোগ পাওয়া।
প্রতিপক্ষকে ধবলধোলাই করতে পারলে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার পথটা মসৃণ হবে। তবে বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না অধিনায়ক জ্যোতি। আগামীকাল প্রথম ওয়ানডেতে খেলতে নামার আগে এমনটিই জানিয়েছেন তিনি। আজ ট্রফি উন্মোচন শেষে উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত।
আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।
ঘরের মাঠে সিরিজ হওয়ায় বাংলাদেশ দল আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন জ্যোতি। তিনি বলেছেন, ‘লম্বা সময় পর ওয়ানডে খেলা। ঘরের মাঠের কন্ডিশনে আমাদের যেসব ক্রিকেটাররা ধারাবাহিক রান করে, তারা সেসব (প্রস্তুতি) ম্যাচগুলোতে ভালো খেলেছে। তাই আমি দল নিয়ে আত্মবিশ্বাসী।
দুই দলের মুখোমুখি ৬ দেখায় ৩ জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাকি দুটির ফল হয়নি। সম্প্রতি ভালো ছন্দে আছে আয়ারল্যান্ডের মেয়েরা। তারা ঘরের মাঠে ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে। তবে বাংলাদেশে খেলাটা তাদের জন্য যে চ্যালেঞ্জিং হবে তা জানিয়ে জ্যোতি বলেছেন, ‘আয়ারল্যান্ড যেসব ম্যাচ জিতেছে, সবগুলো ঘরের মাঠের কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে ওদের তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। জেতার হার অনেক বেশি কম। ওদের সঙ্গে যতবার খেলেছি, আমাদের জয়ের হার অনেক বেশি। যেহেতু ঘরের মাঠে খেলা, যে কেউ নিজের ঘরের মাঠের কন্ডিশনে বেশিই শক্তিশালী হয়। সাম্প্রতিক সময়ের সিরিজগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া ছাড়া আমরা ভালোই খেলেছি। তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই।’

আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখানোর কথা জানিয়ে জ্যোতি বলেছেন, ‘তবে এটা নিয়ে… আমি বলব প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যেহেতু আমাদের ৬ পয়েন্ট নিতে হবে, খুব গুরুত্বপূর্ণ সিরিজটা। প্রতিটা ম্যাচ মূল্যবান। আমরা চেষ্টা করব দাপট দেখিয়ে খেলতে। আয়ারল্যান্ড আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে নিচে। যদি আমরা তাদের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে না পারি, তাহলে বড় দলগুলোর বিপক্ষে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করব।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vbzs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন