নাসিম রুমি: গতকাল ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে জিতেছে আবু ধাবি নাইট রাইডার্স। যেখানে বল হাতে ইতিহাস গড়েছেন সুনিল নারিন।
টম অ্যাবিলকে লেগ বিফোরের ফাঁদে পেলে এই অভিজ্ঞ স্পিনার ছুঁয়ে ফেললেন স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ উইকেটের মাইলফলক। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছে নারিন।
প্রায় দেড় দশকের ক্যারিয়ারে ৫৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে এবারের আইএলটি২০ শুরু করেন নারিন। টুর্নামেন্ট শুরুর আগেই তিনি ছিলেন কাঙ্ক্ষিত মাইলফলক থেকে মাত্র এক উইকেট দূরে।
ম্যাচের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই অ্যাবলকে আউট করে স্পর্শ করেন ৬০০ উইকেটের মাইলফলক। লম্বা ক্যারিয়ারে বহু অর্জন তার ঝুলিতে।
তবে এই মালফলকটি যেকোনো বোলারের জন্যই বিশেষ কিছু।
নারিনের আগে রশিদ খান ও ড্রোয়াইন ব্রাভো টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন। রশিদ খান ৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়েছেন, আর ব্রাভো ৫৮২ ম্যাচে শিকার করেছেন ৬৩১ উইকেট।
