English

29.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

বিসিবির সিনিয়র দুই কর্মকর্তার দ্বন্দ্ব আমাদের জন্য লজ্জার: সুজন

- Advertisements -

সিলেট ব্যুরো, নিরাপদ নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লেগেছে ‘যুদ্ধ। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্বের ঘটনা চাউর হয়েছে।

এমন ঘটনায় খেপেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত বছরের ২১ আগস্ট বিসিবির সভাপতি হয়েছেন ফারুক। নতুন সভাপতির বোর্ডে ফাহিম পরিচালক হিসেবে কাজ করছেন। পাঁচ মাস না যেতেই বাংলাদেশের স্থানীয় এক টেলিভিশনকে ফাহিম জানিয়েছেন, কাজের স্বাধীনতা না পাওয়ায় বিসিবিতে কাজ করতে অসুবিধা হচ্ছে।

বিসিবি সভাপতির কাছে একাধিকবার জানানোর পরও সমস্যার সমাধান হয়নি বলে দাবি ফাহিমের। ফারুক-ফাহিমের দ্বন্দ্বের বিষয়ে আজ জিজ্ঞেস করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের কোচ সুজনকে। সিলেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তখন সুজন বলেন, ‘তিনি যদি মনে করেন তাঁর সম্মান পাচ্ছেন না, তিনি তাঁর দায়িত্ব বুঝে পাচ্ছেন না, তাহলে ফারুক ভাইয়ের সঙ্গে তিনি (ফাহিম) সরাসরি কথা বলবেন।

ফারুক ভাইকে তিনি (ফাহিম) বলবেন, এগুলো যদি না হয় অথবা বিপিএলের গভর্নিং কাউন্সিল হোক বা বিপিএল সম্পর্কে কিছু জানি না, সেক্ষেত্রে পদত্যাগ করব। কারণ, বিপিএলে যদি কিছু হয়, তখন তো আমাকে দায়ী করা হবে। যে ঘটনাটা চার দেয়ালের ভেতরে শেষ হতে পারত, সেটা সারা বাংলাদেশের মানুষ কেন জানবেন?ক্রিকেট জ্ঞানসম্পন্ন ফারুক ও ফাহিমের মধ্যে বিসিবিতে এমন দ্বন্দ্বের ঘটনা ক্রিকেটের জন্য লজ্জাজনক মনে করেন সুজন।

ঢাকা ক্যাপিটালসের কোচ বলেন, ‘আমার কথা হলো ফারুক ভাই, ফাহিম ভাই, দুজনেই অনেক সিনিয়র মানুষ। ফাহিম ভাই তো অবশ্যই আমাদের সবার গুরু। আমাদের ক্রিকেট প্রশিক্ষক। তিনি বিচক্ষণ একজন মানুষ। এখানে ঝামেলা করবেন কেন? আমি বলছি যে এরা দুজনেই ক্রিকেটার। আমাদের সব ক্রিকেটারের জন্যই এটা লজ্জাজনক ঘটনা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রশিক্ষক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন ফাহিম। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো তারকারা বিকেএসপিতে ফাহিমের হাত ধরেই গড়ে উঠেছেন। ক্রিকেট মহলে নিজের ব্যক্তিত্ব এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, অনেকেই তাঁকে ‘স্যার’ বলে ডাকেন।ফাহিমকে ‘গুরু’ হিসেবে মানেন সুজন নিজেও। তাছাড়া ফারুক বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৭ ওয়ানডে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wu10
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন