English

26.5 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

বিস্ফোরক জ্যাকবসকে টি-টোয়েন্টি দলে নিল নিউজিল্যান্ড

- Advertisements -

নিউজিল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেভন জ্যাকবস। এই বিস্ফোরক মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে কিউইরা।

আজ সোমবার নিজেদের মাঠে লংকানদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য আলাদা স্কোয়াড দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

২২ বছর বয়সী এই ব্যাটার গত মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে ৬ ইনিংসে ১৩৪ রান করে আলোচনায় আসেন। যেখানে গত মাসে ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন ফাস্ট বোলার জ্যাক ফউকস, কিপার-ব্যাটার মিচেল হে ও টপ অর্ডার ব্যাটসম্যান টিম রবিনসন। তারা দেশের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায়। গত এপ্রিলে পাকিস্তানে সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় ফউকস ও রবিনসনের। নভেম্বরে শ্রীলংকা সফরে এই সংস্করণে অভিষেক হয়।

আর ওয়ানডে দলে যোগ দেবেন টম ল্যাথাম, উইল ইয়াং ও উইল ও’রোক। শ্রীলংকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে আট টেস্টের সবগুলোতে খেলার পর পেসার ও’রোককে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে।

এদিকে সাদা বলের দলে ফিরেছেন রাচীন রাবীন্দ্র, ড্যারিল মিচেল ও ম্যাট হেনরি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শ্রীলংকা সফরে বিশ্রামে রাখা হয়েছিল তাদের।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে চুক্তিবদ্ধ থাকায় দলে নেই কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ফিন অ্যালেন, অ্যাডাম মিল্ন ও টিম সাইফার্ট। চোটের কারণে বাইরে আছেন বেন সিয়ার্স ও কাইল জেমিসন।

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী শনিবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়েলিংটনে ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফউকস, মিচেল হে, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, টিম রবিনসন, ন্যাথান স্মিথ।

নিউজিল্যান্ড ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, ন্যাথান স্মিথ, উইল ইয়াং।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/akw1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন