English

27 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
- Advertisement -

বুমরাই হলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার

- Advertisements -

নাসিম রুমি: বিশ্ব ক্রিকেট এখন অনেকটাই ব্যাটসম্যানদের দিকে ঝোঁকা। টি-টোয়েন্টি, হানড্রেড, টি-টেন- ফরম্যাট যত বদলাচ্ছে ততই ভীতিকর হয়ে উঠছেন ব্যাটাররা। এর মাঝে দাঁড়িয়েও বোলাররা যে রাজত্ব করতে পারেন তার অনবদ্য দৃষ্টান্ত জাসপ্রিত বুমরা। ভারতের এই বোলিং সেনসেশন গত বছরে সেটাই বার বার প্রমাণ করেছেন। আর তার ফলস্বরূপ আইসিসির ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ জিতে নিলেন বুমরা।

২০২৪ জুড়ে নৈপুণ্য, নিখুঁত দক্ষতা ও ধারাবাহিকতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বুমরা। বর্তমান টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানধারী বুমরা ভারতের হয়ে ২০০ উইকেট শিকার করেছেন সবার আগে। বর্তমান সময়ের প্রিমিয়াম পেসার হিসেবে বিনা দ্বিধায় মেনে নেওয়া হয় বুমরার নাম। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এ স্বীকৃতি জিতলেন তিনি।

ফরম্যাট বদলালেও বছরজুড়ে নৈপুণ্য বদলেনি বুমরার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নৈপুণ্যেই ১৭ বছরের শিরোপাখরা কাটায় ভারত। ৮.২৬ গড় ও ৪.১৭ ইকোনমিতে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়। গতবছর মাত্র ১৩ টেস্টে তিনি ধরেছেন ৭১টি শিকার। তালিকায় দুইয়ে থাকা গাস অ্যাটকিনসনের উইকেট সংখ্যা যেখানে ৫২।

২০০৪ সাল থেকে আইসিসি এ পুরস্কার দেওয়া শুরু করলে প্রথম বছরই তা জিতেছিলেন রাহুল দ্রাবিড়। এছাড়া শচিন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭, ২০১৮) ভারতের হয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন। নারীদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m72e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন